আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

বিবাহ একজন মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি মহান আল্লাহর এক বিশেষ নেয়ামত এবং রাসূলুল্লাহ (সাঃ)-এর সুন্নাত। বিয়ে চরিত্র রক্ষা, মানসিক প্রশান্তি এবং ইহ-পারলৌকিক কল্যাণের অন্যতম মাধ্যম। রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন,
"বিবাহ আমার সুন্নাত। যে ব্যক্তি আমার সুন্নাতের ওপর চলবে না, সে আমার দলভুক্ত নয়।" (বুখারি)

তিনি আরও বলেন,
"যখন বান্দা বিয়ে করে, তখন তার অর্ধেক ঈমান পূর্ণ হয়। অতএব, বাকি অর্ধেকে সে যেন আল্লাহকে ভয় করে।" (বায়হাকি)

আজকের সমাজে, দেরিতে বিয়ে, বিলাসী আয়োজন, অযৌক্তিক শর্ত আর অগ্রহণযোগ্য সামাজিক মানদণ্ডের কারণে তরুণ-তরুণীরা নানাবিধ হারামের শিকার হচ্ছে। আল্লাহ তায়ালা বলেন:
"তোমাদের মধ্যে যারা অবিবাহিত, তাদের বিবাহ সম্পাদন করো... যদি তারা গরিবও হয়, আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন।"
— (সূরা নূর, আয়াত ৩২)

বিয়ে জীবনের পূর্ণতা এনে দেয় এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণের পথে সহায়ক। 

প্রত্যেক অভিভাবকের দায়িত্ব সন্তানের উপযুক্ত বয়সে বিয়ের ব্যবস্থা করা। রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন,
"যখন সন্তান বড় হয়ে যায়, তখন তার বিবাহের ব্যবস্থা না করলে তার গুনাহের দায় অভিভাবকের ওপর বর্তাবে।" (মিশকাত)

মুসলিম বিবাহ ডটকম — ইসলামী মূল্যবোধের আলোকে একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম, যেখানে সহজ, সুলভ ও সম্মানজনক উপায়ে বায়োডাটা তৈরি করে হালাল জীবনসঙ্গী নির্বাচনের সুযোগ প্রদান করা হয়।
আমাদের লক্ষ্য হলো — বিয়েকে সহজ করা, ফিতনার পথ বন্ধ করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে একটি কল্যাণময় সমাজ গঠন করা।